ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিসাসের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
জবিসাসের আলোচনা সভা ও ইফতার মাহফিল ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির  (জবিসাস) উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের সিগমুন্ড ফ্রয়েড মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 
আলোচনা সভায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, জঙ্গিবাদ, গুপ্তহত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংবাদিকদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। কারণ একটি ভুল সংবাদ একজন মানুষের পুরো জীবনকে হুমকির মুখে ফেলে দিতে পারে।
 
জবিসাসের সভাপতি ইমরান আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সমাজকল্যাণ সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জবিসাসের সাবেক সভাপতি কাজী মোবারক হোসেন, জবি শাখা আমরা মুক্তিযোদ্ধার সন্তানের আহ্বায়ক শেখ আবু তাহের প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
এসএ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ