ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে ডিগ্রির নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
শেকৃবিতে ডিগ্রির নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

ঢাকা: স্নাতক ও স্নাকোত্তর ডিগ্রির নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি ব্যবসা ও বিপণন অনুষদের শিক্ষার্থীরা।

রোববার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষদের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়।

এসময় বিশ্ববিদ্যালয় থেকে নন-টেকনিক্যাল ডিগ্রি ‘বিবিএ ইন এগ্রিবিজনেস’ এর নাম পরিবর্তন করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান স্বীকৃত ‘বিএসসি ইন এগ্রিকালচারাল ইকোনমিক্স’ করার দাবি জানায় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, বর্তমান ডিগ্রি নন-টেকনিক্যাল ও নতুন হওয়ায় স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেও স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করতে পারছি না আমরা।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ