ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাস্টার্স অব অ্যাডভান্সড স্টাডিজ প্রোগ্রামে ভর্তি ১০ জুলাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুন ২২, ২০১৬
মাস্টার্স অব অ্যাডভান্সড স্টাডিজ প্রোগ্রামে ভর্তি ১০ জুলাই

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস মাস্টার্স অব অ্যাডভান্সড স্টাডিজ প্রোগ্রামে ভর্তি শুরু হবে ১০ জুলাই।

বুধবার (২২ জুন) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা কার্যক্রমের আওতায় মাস্টার্স অব অ্যাডভান্সড স্টাডিজ (এমএএস) প্রোগ্রামে বাংলা, ইতিহাস, অর্থনীতি, সমাজবিজ্ঞান, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের ১০ জুলাই থেকে ২০ জুলাই এর মধ্যে ভর্তি হতে হবে। ২১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ক্লাস শুরু হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন-

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুন ২২, ২০১৬
আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ