ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির বাজেটে শিক্ষায় বরাদ্দ ১ শতাংশ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
শাবিপ্রবির বাজেটে শিক্ষায় বরাদ্দ ১ শতাংশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।  

রোববার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দীন বিশ্বাস ৯৯ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করেন।



বরাবরের মতো এবারও অবহেলিত শিক্ষা খাত। মাত্র ৯৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এ খাতে।

বাজেটে মূলত বেতনভাতা, অন্য মঞ্জুরি, শিক্ষা ও আনুষঙ্গিক খাত, মেরামত, সংরক্ষণ ও পুনর্বাসনসহ ছয়টি প্রধান খাতে প্রায় ১শ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বেতনভাতা বাবদ সর্বোচ্চ বরাদ্দ ৭১ কোটি টাকা।

বাজেটে গবেষণা ও উন্নয়ন খাতে আপাতত কোনো বরাদ্দ নেই। পরবর্তীতে উন্নয়ন ও গবেষণার জন্য বাজেট বরাদ্দ বাড়ানো হবে।
অধ্যাপক ইলিয়াস উদ্দীন বিশ্বাস বাংলানিউজকে জানান, নতুন বছরে বেতনভাতা প্রায় দ্বিগুণ বাড়ায় বাজেটের কলেবর বাড়ছে।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ