ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পিইসি পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
পিইসি পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজ টোয়েন্টিফোর.কম

ঢাকা: জনস্বার্থ উপেক্ষা করে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বহালের সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বুধবার (জুন ২৯) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ছাত্র সংগঠনটি।

মানববন্ধনে ছাত্র ফ্রন্ট নেতারা বলেন, ২০১৬ সালের মধ্যে পিইসি পরীক্ষা বাতিল করতে হবে। অভিভাবকদের কথা মূল্যায়ন করে জাতীয় শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে। গাইড ব্যবসায়ীদের স্বার্থেই কি পিইসি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার?

পিইসি-কে শৈশব ধ্বংসকারী পরীক্ষা বলেও অভিহিত করেন বক্তারা।

মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি নাইমা খালেদ মনিকার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক স্নেহাদ্রী চক্রবর্তী রিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইভা মজুমদার, কেন্দ্রীয় কমিটির সদস্য সুস্মিতা রায় সুপ্তি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জুন ২৯,  ২০১৬
এএস/এনএইচএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ