ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কলেজ জাতীয়করণের দাবিতে রংপুরে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
কলেজ জাতীয়করণের দাবিতে রংপুরে সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: মিঠাপুকুর মহাবিদ্যালয়কে জাতীয়করণের দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছেন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, ব্যবসায়ী, অভিভাবক ও এলাকাবাসীরা।
মানববন্ধনের সময় ব্যবসায়ীরা একঘণ্টা তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখেন।



মঙ্গলবার (১২ জুলাই) ঢাকা-রংপুর মহাসড়কে মিঠাপুকুর মহাবিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন।

এতে শিক্ষার্থী,শিক্ষক-কর্মচারী,ব্যবসায়ী,অভিভাবক ও এলাকাবাসী ‍অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মওদুদা আক্তার দীনা, মিঠাপুকুর মহাবিদ্যালয়ের প্রভাষক লুৎফুল ইসলাম, আনোয়ারুল ইসলাম লাল, আবদুল মান্নান, শিশির কুমার সরকার, জাহেদুর রহমান, গোলাম মোস্তফা, এলাকাবাসী মোতাব্বের হোসেন টমাস ও ছাত্র ফিরোজ মিয়া।

বক্তারা বলেন, ১৯৭০ সালের ২ মে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এলাকার মানুষের প্রাণের দাবি মিঠাপুকুর উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী ও সবচেয়ে পুরোনো মহাবিদ্যালয়টি জাতীয়করণ করা হোক।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুলাই ১২.২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।