ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাউশির নতুন মহাপরিচালক ওয়াহিদুজ্জামান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
মাউশির নতুন মহাপরিচালক ওয়াহিদুজ্জামান

ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামানকে সংস্থার মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার (১২ জুলাই) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।


 
অধ্যাপক ওয়াহিদুজ্জামান দীর্ঘদিন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন।
 
বিসিএস শিক্ষা ক্যাডারের শীর্ষ পদে ওয়াহিদুজ্জামান অধ্যাপক ফাহিমা খাতুনের স্থলাভিষিক্ত হলেন। সরকার গত ১৪ জুন মাউশি মহাপরিচালকের পদকে গ্রেড-১ এ উন্নীত করে। ফাহিমা খাতুন শেষ সময়ে গ্রেড-১ এ’র সুবিধা প্রাপ্ত হন।
 
২০১৩ সালের ৬ জানুয়ারি মাউশি মহাপরিচালকের চলতি দায়িত্ব পাওয়া ফাহিমা খাতুন গত ৪ জুলাই অবসরোত্তর ছুটিতে গেছেন। এর পর থেকে ওয়াহিদুজ্জামান মাউশি মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।