ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবির বৈশাখী চত্বরে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
কুবির বৈশাখী চত্বরে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বৈশাখী চত্বরে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
 
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘বৈশাখী চত্বরে ভবন নির্মাণ বন্ধ করুন’, ‘আমরা কৃত্রিম ক্যাম্পাস চাই না’, ‘প্রকৃত সৌর্ন্দযের ক্যাম্পাস চাই’, ‘ক্যাম্পাসের প্রধান সড়কের সংস্কার চাই’সহ নানা দাবি সম্বলিত পোস্টার দেখা যায়।

এ সময় শিক্ষার্থীরা অনতিবিলম্বে ভবনের নির্মাণ কাজ বন্ধ করে অনত্র ভবন নির্মাণের দাবি জানান।

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ না নিলে সোমবার বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, ক্যাম্পাসের বৈশাখী চত্বরে পাহাড়ের ঢাল ও সমতল ভূমির ছোট-বড় নানা প্রজাতির ফলদ ও বনজ গাছ সাবাড় করে শিক্ষক-কর্মকর্তাদের জন্য দুটি বাসভবন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রাথমিকভাবে মাটি পরীক্ষার কাজও শুরু হয়েছে।

প্রতি বছর এখানে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। ফলে ভবন নির্মাণের উদ্যোগে শিক্ষার্থীরা ভবন নির্মাণের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।