ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সুবিধামত সময়ে বন্যাদুর্গত এলাকায় পরীক্ষা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
সুবিধামত সময়ে বন্যাদুর্গত এলাকায় পরীক্ষা

ঢাকা: বন্যাদুর্গত এলাকায় বন্ধ হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তাদের সুবিধামত সময়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সাম্প্রতিক বন্যায় দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় কয়েক হাজার প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যায়।


 
কোথাও কোথাও প্রাথমিক বিদ্যালয়গুলো আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হচ্ছে।
 
প্রাথমিকের বর্ষপঞ্জিতে আগামী ৩ থেকে ১১ আগস্টের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরুর বাধ্যবাধকতা রয়েছে।
 
সোমবার (০১ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর বাংলানিউজকে বলেন, বন্যার কারণে যেসব বিদ্যালয় বন্ধ রয়েছে সেসব স্কুলকে বর্ষপঞ্জির বাইরে রেখে সুবিধামত সময়ে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
 
শিগগিরই এ সংক্রান্ত চিঠি বন্যা কবলিত জেলাগুলোর শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হবে বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।
 
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
এমআইএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।