জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল করিমের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ আগস্ট) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আল-বেরুনী হলের মসজিদে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আল-বেরুনী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ কে এম জসীম উদ্দীন, আবাসিক শিক্ষক আলী আকবর, আশরাফুল আলম, মঈনুল হাসনাত, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা ও নিহত রবিউলের বন্ধু জেফরুল হাসান চৌধুরী সজল, ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
রবিউল করিম জাবির বাংলা বিভাগের ৩০তম আবর্তনের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। ছাত্র থাকাকালীন তিনি আল-বেরুনী হলের ৪১৯ নম্বর কক্ষে থাকতেন।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
ওএইচ/