ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবিতে ভর্তি পরীক্ষার ফরম বিতরণ ২৩ আগস্ট থেকে

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১১

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফরম বিতরণ আগামী ২৩ আগস্ট থেকে শুরু হবে। ফরম বিতরণ চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।



সরকারি ছুটি এবং অফিস বন্ধের দিন ব্যতীত এই সময়ের মধ্যে ভর্তি ফরম উত্তোলন এবং নির্দিষ্ট অনুষদে জমা দেওয়া যাবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ড. আবুল কালাম আজাদ।

ভর্তি ফর্মের মূল্য, জমা ও উত্তোলন প্রক্রিয়া এবং পরীক্ষার বিস্তারিত সময়সূচি শিগগির বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথমবারের মত আইন ও বিচার অনুষদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এবং নার্সিং অনুষদের অধীনে পাবলিক হেলথ বিভাগে  ভর্তি করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।