ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের মানববন্ধন

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অনিয়মতান্ত্রিক ভাবে প্রাণী চিকিৎসার বিভিন্ন বিষয় পশুপালন অনুষদের পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।

বাকৃবি (ময়মনসিংহ): অনিয়মতান্ত্রিক ভাবে প্রাণী চিকিৎসার বিভিন্ন বিষয় পশুপালন অনুষদের পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়তনের সামনে মানববন্ধন করেন তারা।

বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতির সহ-সভাপতি ডা. ইনাম আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- অনন্ত পাল, সিয়াম আহমেদ, মোনতাসির আবির, বুলবুল আহমেদ, মোসাহেব আহমেদ, শাকিল ইসলাম ও সুদীপ পাল প্রমুখ।

সঞ্চালনা করেন সমিতির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নিহারঞ্জন প্রামাণিক।

মানববন্ধনে ভেটেরিনারি অনুষদের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।