দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময় ৮ ডিসেম্বর। এসময়ের মধ্যে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবে।
ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আবেদন অনলাইনে অথবা মোবাইল ফোন থেকে এসএমএস এর মাধ্যমে করতে হবে।
আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (DBBL) মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে হবে।
আগামী ১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ৮টি অনুষদের অধীনে ২০ টি কোর্সে মোট ১৯৫৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫% আসন এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০ টি আসন সংরক্ষিত থাকবে। এর বাইরে সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি www.hstu.ac.bd /admission ওয়েবসাইটে পাওয়া যাবে।
২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ১২ নভেম্বর থেকে শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
পিসি/