ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
বুধবার (০৭ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের দফতরে এ স্মারকলিপি দেন তারা।
এর আগে সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের ফটকে সমাবেশে মিলিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ’র সঞ্চলনায় বক্তব্য রাখেন সভাপতি তুহিন কান্তি দাস।
তিনি বলেন, ‘ঘ’ ইউনিটের প্রশ্ন যে ফাঁস হয়েছে এতে নতুন করে বলার কিছু নেই। পরীক্ষার দিন প্রশাসন অনেক ছাত্রকে আটক করে থানায় দেয়। কিন্তু জালিয়াত চক্রের সঙ্গে জড়িত স্বার্থান্বেষী মহলের কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি।
তিনি আরো বলেন, প্রশাসন ফের পরীক্ষা নিলেও প্রক্রিয়াটি সন্তোষজনক নয়। ভর্তি পরীক্ষা অনেকদূর এগিয়ে গেছে বলে জালিয়াত চক্রকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু আমরা জালিয়াতি করে চান্স পাওয়া এসব ‘অবৈধ শিক্ষার্থীদের’ মেনে নিতে পারি না।
তিনি এসময় জালিয়াত চক্রের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্মারকলিপির বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বাংলানিউজকে বলেন, ‘তারা স্মারকলিপি দিয়েছে। আমরা বিষয়টি দেখছি। যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে আমরা ইতিমধ্যে অনেকের ভর্তি বাতিল করেছি। ’
পরীক্ষা বাতিলের বিষয়ে সংশ্লিষ্ট ডিনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান উপাচার্য।
**ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিল করে পুনঃভর্তি পরীক্ষার দাবি
**ঢাবিতে ফের ভর্তি পরীক্ষায় ফেল, ভর্তিচ্ছুকে পুলিশে সোপর্দ
**ঢাবিতে অভিযুক্ত ২ ভর্তিচ্ছুর ফের পরীক্ষায় ১ জন ফেল
**৯ লাখ টাকায় ঢাবির ‘ঘ’ ইউনিটে মেধাক্রম ৫ম!
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এসকেবি/জেডএস