ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দিনাজপুরে ৭ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
দিনাজপুরে ৭ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুরে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের ৮ম পে কমিশনের আলোকে শতকরা ৫ ভাগ প্রবৃদ্ধিসহ ৭ দফা দাবিতে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) দিনাজপুর মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

দিনাজপুর: দিনাজপুরে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের ৮ম পে কমিশনের আলোকে শতকরা ৫ ভাগ প্রবৃদ্ধিসহ ৭ দফা দাবিতে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) দিনাজপুর মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে কালিতলার প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) দিনাজপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন করা হয়।

মানববন্ধন চলাকালে বাকবিশিস’র সভাপতি বদিউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-নিউ মডেল কাঞ্চন কলেজের প্রভাষক মো. রহমত উল্লাহ, নিউ মডেল কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, কারেন্ট হাট ডিগ্রি কলেজের প্রভাষক জালাল উদ্দিন আহাম্মেদ, গাউসুল আজম কলেজের প্রভাষক ফেরদৌস আলী প্রমুখ।
 
বক্তারা বলেন, অষ্টম জাতীয় পে-কমিশন অনুযায়ী প্রতি বছর শতকরা ৫ ভাগ প্রবৃদ্ধি যথাসময় থেকে সরকারি কর্মচারীরা পেয়ে আসছেন অথচ এমপিওভুক্ত শিক্ষকদের অন্যায়ভাবে বঞ্চিত করা হচ্ছে এবং সেই সঙ্গে অন্যান্য দাবিগুলো উপেক্ষিত। দ্রুত আমাদের দাবি পূরণ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।