ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জবিতে শীতকালীন ছুটি ১৮ ডিসেম্বর থেকে

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
জবিতে শীতকালীন ছুটি ১৮ ডিসেম্বর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শীতকালীন ছুটি আগামী ১৮ ডিসেম্বর (রোববার) থেকে শুরু হচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শীতকালীন ছুটি আগামী ১৮ ডিসেম্বর (রোববার) থেকে শুরু হচ্ছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জবি শীতকালীন ও যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর (রোববার) থেকে শুরু করে ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।

এছাড়া, ১৮ ডিসেম্বর (রোববার) থেকে ২৫ ডিসেম্বর (রোববার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও প্রশাসনিক দফতর বন্ধ থাকবে।

ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও প্রশাসনিক দফতর যথারীতি ২৬ ডিসেম্বর (সোমবার) এবং সব ক্লাস ১ জানুয়ারি ২০১৭ (রোববার) শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
ডিআর/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।