ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নানা আয়োজনে পবিপ্রবিতে বিজয় দিবস উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
নানা আয়োজনে পবিপ্রবিতে বিজয় দিবস উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নানা আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিজয় দিবস উদযাপিত হয়েছে।

পটুয়াখালী: নানা আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিজয় দিবস উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলার পাদদেশে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুদ্দীন।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন পর্যায়ক্রমে জয়বাংলার পাদদেশে শ্রদ্ধা জানায়।

সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় দিবস প্যারেড অনুষ্ঠিত হয়। এছাড়া ৯টায় বিজয় দিবসে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাস ও বাইরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে রেজিস্ট্রার প্রফেসর জেহাদ পারভেজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুদ্দীন।

ড. গোপাল সাহার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন-প্রফেসর আ ক ম মোস্তফা জামান, প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত, প্রফেসর ড. সুলতান মাহমুদ, ছাত্রলীগের সভাপতি মো. আনিসুজ্জামান আনিস, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমন ও শিক্ষার্থী মো. নাইম হোসেন।

এছাড়া সকাল ১১টায় প্রীতি ভলিবল প্রতিযোগিতা, দুপুর দেড়টায় দোয়া ও প্রার্থনা এবং সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এমএস/আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।