ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ১২ ফেব্রুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ১২ ফেব্রুয়ারি

২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি থেকে ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে ওই দিন এ পরীক্ষা শুরু হবে।

ঢাকা: ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি থেকে ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে ওই দিন এ পরীক্ষা শুরু হবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষার হল ও বিস্তারিত সূচি পরে জানাবে পিএসসি।
 
গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়। প্রিলিমিনারিতে দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী অংশ নেন।

 

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এমআইএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।