ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

বেরোবির ড. ওয়াজেদ ইনস্টিটিউটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
বেরোবির ড. ওয়াজেদ ইনস্টিটিউটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রস্তাবিত শেখ হাসিনা হল ও ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রংপুর: রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রস্তাবিত শেখ হাসিনা হল ও ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রেজিস্ট্রার ইব্রাহীম কবির বাংলানিউজকে জানান, আগামী শনিবার (২৪ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিশ্ববিদ্যালয়ের এ কর্মকর্তা জানান, ২০১৫ সালের জানুয়ারি মাসে এ কাজের টেন্ডার হয়। ওই ভবন দুটোর নির্মাণে ব্যয় হবে ৭৪ কোটি টাকা।

বেরোবিতে ১০ তলা বিশিষ্ট এ অত্যাধুনিক ভবনটিতে মেয়েদের জন্য পার্লার, ব্যায়ামাগারসহ আলাদা আলাদা কক্ষের ব্যবস্থা থাকবে। ২০১৮ সালের মধ্যে এ কাজ শেষ করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।