ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি’র ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের তদন্ত কমিটি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
শাবিপ্রবি’র ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের তদন্ত কমিটি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের ধাওয়া, উত্তেজনাসহ উদ্ভূত পরিস্থিতিতে তদন্ত কমিটি পাঠিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের ধাওয়া, উত্তেজনাসহ উদ্ভূত পরিস্থিতিতে তদন্ত কমিটি পাঠিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে জানান, শুক্রবার (২৩ ডিসেম্বর) থেকে এ তদন্ত টিম কাজ করবে এবং তাদের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় নেতারা ব্যবস্থা নিবে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব আহমেদ রাসেলের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের এ তদন্ত কমিটি গঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান খান সমর্থিত গ্রুপকে সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায় ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম গ্রুপ ধাওয়া দিয়ে হল থেকে বের করে দেয়। এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এসআরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।