ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে জলজ জীব বৈচিত্র্য গবেষণাগার উদ্বোধন

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
শেকৃবিতে জলজ জীব বৈচিত্র্য গবেষণাগার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মৎস বিজ্ঞান অনুষদে জলজ জীব বৈচিত্র গবেষণাগার উদ্বোধন করা হয়েছে।

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মৎস বিজ্ঞান অনুষদে জলজ জীব বৈচিত্র গবেষণাগার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় এ গবেষণাগারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।

দক্ষিণ কোরিয়ার ‘ইয়োসো কোরিয়া ফাউন্ডেশন’ এর সহযোগিতায় এ গবেষণা প্রকল্পটিতে প্রযুক্তিগত সহায়তা করছে কোরিয়া ইনস্টিটিউট অব ওসিয়ান সাইন্স এন্ড টেকনোলজি (কাইওসট)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য ড. সেকেন্দার আলী, কোষাধক্ষ্য ড. আনোয়ারুল হক বেগ, শেকৃবি রির্সাচ সিস্টেমের পরিচালক ড. নজরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।