ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বগুড়ায় প্রাথমিক-এবতেদায়িতে জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
বগুড়ায় প্রাথমিক-এবতেদায়িতে জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা

বগুড়ায় প্রাথমিক সমাপনী ও এবতেদায়ি পরীক্ষায় মোট ৬৫ হাজার ১শ’ ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৬৪ হাজার ৩শ’ ৬০ জন কৃতকার্য হয়েছে।

বগুড়া: বগুড়ায় প্রাথমিক সমাপনী ও এবতেদায়ি পরীক্ষায় মোট ৬৫ হাজার ১শ’ ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৬৪ হাজার ৩শ’ ৬০ জন কৃতকার্য হয়েছে।
 
এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২শ’ ২৩ জন।

জিপিএ-৫ এর দিক দিয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।
 
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ জেলায় মোট ৫৭ হাজার ৫শ’ ৭৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছেলে ২৬ হাজার ৯শ’ ৬৫ জন ও মেয়ে ৩০ হাজার ৬শ’ ৮ জন। পরীক্ষায় কৃতকার্য হয় ৫৬ হাজার ৮শ’ ৭১ জন। জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৮শ’ ৫০ জন।  

এর মধ্যে ছেলে ২ হাজার ৭শ’ ৬৩ জন ও মেয়ে ৩ হাজার ৮৭ জন। ছেলেদের পাসের হার ৯৮ দশমিক ৬২ ভাগ ও মেয়েদের ৯৮ দশমিক ৭৪ ভাগ।
 
তিনি আরো জানান, এবতেদায়ি পরীক্ষায় মোট ৭ হাজার ৫শ’ ৭৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭ হাজার ৪শ’ ৮৯ জন কৃতকার্য হয়। এর মধ্যে ছেলে ৪ হাজার ৫৮ জন ও মেয়ে ৩ হাজার ৫শ’ ১৯ জন। জিপিএ ৫ পেয়েছে ৩শ’ ৭৩ জন। যার মধ্যে ছেলে ২শ’ ১৬ জন ও মেয়ে ১শ’ ৫৭ জন। পাসের হার যথাক্রমে ৯৮ দশমিক ৬৭ শতাংশ ও ৯৯ দশমিক ০৫ শতাংশ।
   
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।