ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পিএসসি পরীক্ষা শিক্ষার্থীদের কাছে 'আতঙ্ক'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
পিএসসি পরীক্ষা শিক্ষার্থীদের কাছে 'আতঙ্ক' ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন। ছবি: দীপু-বাংলানিউজ

প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিএসসি) শিক্ষার্থীদের কাছে এক ধরনের আতঙ্ক বলে মন্তব্য করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন।

ঢাকা: প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিএসসি) শিক্ষার্থীদের কাছে এক ধরনের আতঙ্ক বলে মন্তব্য করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নিজ কক্ষে পিএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফল প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

 

সুফিয়া খাতুন বলেন, পিএসসি পরীক্ষা কোমলমতি শিশুদের কাছে আসলেই চাপ। পরীক্ষা এলে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করে। পরীক্ষার সময় মেন্টাল চাপের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। যেমন, আমাদের স্কুলের কিছু বাচ্চা এবার অসুস্থ পড়েছে। অল্প বয়সে তারা এ চাপ নিতে পারে না।

তবে পিএসসি পরীক্ষা বাতিল চান কী না?-এমন প্রশ্ন করলে তিনি সেটা পরে জবাব দিবেন বলে জানান।

২০১৬ সালের পিএসসি পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুলে পাসের হার শতভাগ। বেইলি রোড শাখা থেকে ৯৮৫ জন শিক্ষার্থীর মধ্যে ৯০৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এমসি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।