ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিকে বিশেষ শিশুদের বাজিমাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
প্রাথমিকে বিশেষ শিশুদের বাজিমাত বিশেষ শিশু (ফাইল ছবি)

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিশেষ শিশুরা সাধারণ শিশুদের তুলনায় পিছিয়ে নেই। পরীক্ষার ফলে এবার বাজিমাত করেছে বিশেষ শিশুরা।

ঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিশেষ শিশুরা সাধারণ শিশুদের তুলনায় পিছিয়ে নেই। পরীক্ষার ফলে এবার বাজিমাত করেছে বিশেষ শিশুরা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশের পর পরিসংখ্যান ঘেটে দেখা যায় এবার বিশেষ শিশুদের পাসের হার ৯৬ দশমিক ১৪ শতাংশ।

এ বছর ৭টি বিভাগে ৪ হাজার ৫৪৭ জন বিশেষ শিশু (প্রতিবন্ধী) প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ছেলে ২ হাজার ৪৫৭ আর মেয়ে ২ হাজার ৯০ জন।

বিশেষ শিশুদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন ছেলে ও ৯৬ জন মেয়ে। মোট জিপিএ-৫ পেয়েছে ১৯৪ জন।

এ বছর ঢাকা বিভাগ থেকে ১ হাজার ৪২৭ জন বিশেষ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, এরমধ্যে পাস করেছে ১ হাজার ৩৭১ জন, ফেল করেছে ৫৬ জন। ঢাকা বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন। ঢাকা বিভাগে পাসের হার ৯৫ দশমিক ৮৪ শতাংশ।

রাজশাহী বিভাগে ৫৫৭ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে ৫৩৩ জন, ফেল করেছে ২৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। পাসের হার ৯৫ দশমিক ৫১ শতাংশ। খুলনা বিভাগে ৫৭৫ জন অংশ নেয়, এদের মধ্যে পাস করেছে ৫৫৯ জন, ফেল করেছে ১৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২৯ জন। খুলনা বিভাগে পাসের হার ৯৭ দশমিক ১৫ শতাংশ।

চট্টগ্রাম বিভাগে ৭৮৪ জন বিশেষ শিশু পরীক্ষায় অংশ নেয়, এদের মধ্যে পাস করেছে ৭৫০ জন, ফেল করেছে ৩৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২৯ জন। পাসের হার ৯৫ দশমিক ৪৭ শতাংশ। বরিশাল বিভাগে ১৭৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৭৫ জন, ফেল করেছে ৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১২ জন। পাসের হার ৯৮ দমমিক ১৯ শতাংশ।

সিলেট বিভাগে পরীক্ষার্থী ৫৭৭ জন, পাস করেছে ৫৬২ জন, ফেল করেছে ১৫ জন। জিপিএ-৫ পেয়েছে-৮ জন। পাসের হার ৯৭ দশমিক ২৭ শতাংশ। আর রংপুর বিভাগে ৪৪৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে ৪৩০ জন, ফেল করেছে ১৯ জন, জিপিএ-৫ পেয়েছে-১৮ জন। পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ।
 
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।