রোববার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন তিনি।
বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

নতুন বছরের নতুন বই পেয়ে উল্লাসিত শিক্ষার্থীরা/ছবি-শাকিল আহমেদ
শিক্ষামন্ত্রী বলেন, নানা প্রতিকূলতার মধ্যে শুরু হওয়া বই উৎসব আমরা এখন ঐতিহ্যে পরিণত করেছি। এ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞানে-গুণে উজ্জ্বল প্রজন্ম হিসেবে গড়ে উঠবে।নুরুল ইসলাম জানান, এ বছর চার কোটি ২৬ লাখ শিক্ষার্থীর মধ্যে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৮৫টি বই বিতরণ করা হচ্ছে।
নতুন বছরের নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন শিক্ষামন্ত্রী/ছবি-শাকিল আহমেদ
এবার পাঁচটি ভাষায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতেও বই ছাপা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।পাঠ্যপুস্তকের উৎসবকে কেন্দ্র করে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল প্রাঙ্গণে রাজধানীর প্রায় ৩১টি স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি উৎসবমুখর হয়ে ওঠে।

নতুন বছরের নতুন বই পেয়ে উল্লাসিত শিক্ষার্থীরা/ছবি-শাকিল আহমেদ
শিক্ষার্থীরা লাল, সবুজ রঙের ক্যাপ মাথায় পরে বই উৎসবে অংশ নেয়। এ সময় নতুন বই হাতে নিয়ে শিক্ষার্থীদের উল্লাস করতেও দেখা যায়।বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এমসি/এএটি/এসএইচ