ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয়করণের দাবিতে আনন্দমোহন কলেজে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
জাতীয়করণের দাবিতে আনন্দমোহন কলেজে মানববন্ধন মানববন্ধনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আনন্দমোহন কলেজ ইউনিট

ময়মনসিংহ: জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আনন্দমোহন কলেজ ইউনিট।

বুধবার (০৪ নভেম্বর) দুপুরে কলেজের মূল ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় সমাজকল্যাণ সচিব ও সংশ্লিষ্ট কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমির হোসেন, কলেজ উপাধ্যক্ষ ড. গাজী হাসান কামাল, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ময়মনসিংহ অঞ্চলের যুগ্ম মহাসচিব নূরুল আফসার, সমিতির সদস্য আরুপ বন্ধু দাস প্রমুখ।

‘নো বিসিএস, নো ক্যাডার’ দাবি করে মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি কলেজকে জাতীয়করণের সিদ্ধান্তের বিষয়ে সম্পূর্ণ একমত হলেও জাতীয়করণ হওয়া কলেজ শিক্ষকদের বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা মেনে নেবে না বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এমএএএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।