ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
শাবিপ্রবিতে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শাবিপ্রবি শাখা ছাত্রলীগের আনন্দ মিছিল

সিলেট (শাবিপ্রবি): ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ।

বুধবার (০৪ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে আনন্দ মিছিল ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদযাপন করা হয়।

মিছিল শেষে বঙ্গবন্ধু চত্বরে কেক কাটেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ, সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, সাধারণ সম্পাদক ইমরান খান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ প্রমুখ।

পরে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের উদ্যোগে পথ শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।