বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর খামারবাড়ীতে আ. কা. মু. গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়ামে সবজি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃপক্ষকে ইতোমধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
হেফাজতের মতাদর্শের কিছু ছাপ প্রাথমিকের বইয়ে পাওয়া যাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হেফাজতের চেতনায় নয়, মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে।
শিক্ষার্থীদের বইয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, এটা ঠিক না। এমন হয়ে থাকলে সমাধান করা হবে।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এমএ/ওএইচ/আইএ
** ঢাকায় জাতীয় সবজি মেলা-২০১৭ উদ্বোধন