ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাংবাদিকদের সঙ্গে গাজীপুর বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
সাংবাদিকদের সঙ্গে গাজীপুর বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মতবিনিময়

গাজীপুর: গাজীপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গাজীপুর জেলা ইউনিটের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন শিক্ষা সমিতির জেলা ইউনিটের সভাপতি ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জেরিনা সুলতানা।

সভায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের স্বার্থ ও মর্যাদা সুরক্ষায় বেসরকারি কলেজ জাতীয়করণ প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট কলেজের শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রেখে তাদের চাকরির নিয়োগ, পদায়ন, জ্যেষ্ঠতা, পদোন্নতি ও পরিচালনার জন্য স্বতন্ত্র বিধিমালা প্রণয়নের দাবি জানানো হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসকাবের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ফারজানা পারভীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
আরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।