ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির এমসিজে অ্যালামনাই গঠনের উদ্যোগ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
জবির এমসিজে অ্যালামনাই গঠনের উদ্যোগ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিভাগের প্রাক্তন শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব্যাচ নিয়ে এই অ্যালামনাই গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।  

এ উপলক্ষে আগামী ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) বেলা ১১টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আয়োজন করা হয়েছে এক মিলনমেলার।

 এতে বিভাগের সাবেক সব শিক্ষার্থীকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে কার্যক্রম শুরু করা জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কার্যক্রম শুরু হয় ২০০৮-০৯ শিক্ষাবর্ষ থেকে। এরইমধ্যে বিভাগটি থেকে ৩টি ব্যাচ স্নাতকোত্তর সম্পন্ন করেছে।

বাংলাদেশ সময়: ০৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।