এ সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনসুর রহমান উপস্থিত ছিলেন। মেলায় জেলার নয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় অংশ নেয়।
মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন বলেন, সরকার বছরের প্রথম দিন প্রতিটি শিশুর হাতে নতুন বই তুলে দিয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া এ সরকার জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে আধুনিক শিক্ষা কার্যক্রম চালু করেছে।
আগামীতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট সুবিধা দেওয়া হবে। যাতে শিশুদের আধুনিক শিক্ষায় গড়ে তোলা যায়। তাই শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও আধুনিক জ্ঞান অর্জন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
মেলার ২০টি স্টলে শিক্ষা সহায়ক উপকরণ প্রদর্শন এবং শিক্ষা কার্যক্রম আকর্ষণীয় করতে বিভিন্ন পদ্ধতি দেখানো হয়। জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ মেলায় অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এজি/এসআই