ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাবনায় শিক্ষা মেলা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
পাবনায় শিক্ষা মেলা অনুষ্ঠিত পাবনায় শিক্ষা মেলা অনুষ্ঠিত-ছবি :বাংলানিউজ

পাবনা: পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে দিনব্যাপী শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পাবনা সদর উপজেলা পরিষদ  চেয়ারম্যান মোশারফ হোসন এ মেলার উদ্বোধন করেন।

এ সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনসুর রহমান উপস্থিত ছিলেন। মেলায় জেলার নয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় অংশ নেয়।

মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন বলেন, সরকার বছরের প্রথম দিন প্রতিটি শিশুর হাতে নতুন বই তুলে দিয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া এ সরকার জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে আধুনিক শিক্ষা কার্যক্রম চালু করেছে।

আগামীতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট সুবিধা দেওয়া হবে। যাতে শিশুদের আধুনিক শিক্ষায় গড়ে তোলা যায়। তাই শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও আধুনিক জ্ঞান অর্জন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

মেলার ২০টি স্টলে শিক্ষা সহায়ক উপকরণ প্রদর্শন এবং শিক্ষা কার্যক্রম আকর্ষণীয় করতে বিভিন্ন পদ্ধতি দেখানো হয়। জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ মেলায় অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।