শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শুরু হওয়া এ পরীক্ষা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, আগে ছয় মাস অন্তর এ পরীক্ষা অনুষ্ঠিত হলেও শিক্ষার্থীদের পাসের হার বাড়াতে এখন থেকে বছরে একবারই অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলী বাবু জানান, এবার প্রায় সাড়ে পাঁচ হাজারের মধ্যে নয়শো ৩১জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করে অতি দ্রুত ফলাফল প্রকাশ করতে পারবো বলে আমরা আশাবাদী।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এএটি/