বই দু’টি চারুকলা অনুষদভুক্ত চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষক ড. হীরা সোবহানের লেখা।
মোড়ক উন্মোচনকালে হাসান আজিজুল হক বাংলানিউজকে বলেন, ‘বই সবসময়ই আমাদের জন্য অপরিহার্য।
চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক ঋতেন্দ্র কুমার শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে বই দু’টির ওপর আলোচক ছিলেন- একই বিভাগের অধ্যাপক ড. আবু তাহের, অধ্যাপক ড. গুলনাহার বেগম, অধ্যাপক ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আমিরুল মোমেনীন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বই দু’টির লেখক ড. হীরা সোবহান।
ড. হীরা সোবহান বাংলানিউজকে বলেন, ‘চারুকলার অন্যান্য বিভাগের বই সহজপ্রাপ্য হলেও ছাপচিত্র নিয়ে বই তেমন নেই। আর বর্তমান সময়ে ছাপচিত্র বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সে জায়গা থেকেই বই দু’টি লেখা। ’
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরবি/