ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে বনজ সম্পদ ও জীববৈচিত্র্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
বাকৃবিতে বনজ সম্পদ ও জীববৈচিত্র্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা বাকৃবিতে বনজ সম্পদ ও জীববৈচিত্র্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা-ছবি: বাংলানিউজ

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বনজ সম্পদ ও জীববৈচিত্র্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কৃষি অনুষদের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পরিচালিত হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনসমেন্ট (হেকেপ) প্রজেক্টের আওতায় এ কর্মশালা আয়োজন করা হয়।

ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.এ কে এম জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. আবদুল কুদ্দুছ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসতিয়াক উদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।