ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

শিক্ষা

বারিশালে ৭ পরীক্ষার্থী বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৫, ফেব্রুয়ারি ৯, ২০১৭
বারিশালে ৭ পরীক্ষার্থী বহিষ্কার

বরিশাল: বরিশালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় ৬ জেলায় এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ২৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা  অনুষ্ঠিত হয়।

বহিষ্কারকৃত পরীক্ষার্থীদের মধ্যে- পটুয়াখালীতে দুইজন, ঝালকাঠিতে তিন জন ও ভোলায় দুই জন।



বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল আজিম বাংলানিউজকে জানান, এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮২ হাজার ২৭৯ জন। এরমধ্যে আজকের পরীক্ষায় ৮১ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এমএস/এজি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।