শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতর সংলগ্ন আবদুল মতিন চৌধুরী মাল্টিমিডিয়া কক্ষে এর মোড়ক উন্মোচন করা হয়।
গ্রন্থটিতে ২২ জন তরুণের বিভিন্ন বিষয়ে সংগ্রামের পর সফলতার গল্প তুলে ধরা হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মফিজুর রহমান, সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম নাসিম রেজা, গ্রন্থটির প্রকাশক নাজমুল হুদা রতন প্রমুখ।
অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, ‘তরুণদের অনুপ্রেরণার গল্প সম্বলিত গ্রন্থটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। বইটিতে তরুণদের স্বপ্নের কথা তুলে ধরা হয়েছে। তারা কিভাবে দেশটাকে দেখতে চায়। তরুণরা স্বপ্ন দেখতে শিখেছে এটাই আমাদের বড় পাওয়া।
অধ্যাপক মফিজুর রহমান বলেন, দেশের তরুণরা ২২টি সেক্টর নিয়ে এই গল্পগুলো পড়ে নিজেদের মধ্যে অনুপ্রেরণা, উদ্দীপনা লাভ করবে। তাদের আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণে এটি ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এসকেবি/জিপি/পিসি