শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে ১৯৯৩-৯৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।
উদ্বোধন শেষে ওই ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনা উপস্থাপন করবে।
এছাড়াও পরিচয় পর্ব, স্মৃতিচারণ ও আলোচনা সভাসহ দুই দিনব্যাপী বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আরবি/