ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

শিক্ষা

স্নাতকোত্তর কোর্সে ভর্তির মেধা তালিকা প্রকাশ বুধবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, ফেব্রুয়ারি ২০, ২০১৭
 স্নাতকোত্তর কোর্সে ভর্তির মেধা তালিকা প্রকাশ বুধবার

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের স্নাতকোত্তর (প্রফেশনাল) কোর্সের বিএড/ বিপিএড/ বিএমএড/ বিএসএড/ এমএড/ এমএসএড/ এলএলবি শেষবর্ষ ভর্তি কার্যক্রমের মেধা তালিকা প্রকাশ করা হবে বুধবার (২২ ফেব্রুয়ারি)।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nuatpmroll no লিখে ১৬২২২ নম্বরে পাঠালে মেধা তালিকার ফল পাওয়া যাবে।

এছাড়া, ওইদিন রাত থেকে www.nu.edu.bd/admissions বা admissions.nu.edu.bd   এই ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

এ ভর্তি কার্যক্রমের ক্লাস ০৫ মার্চ থেকে শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।