ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ন্যাশনাল লিডারস সামিট শনিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
জাবিতে ন্যাশনাল লিডারস সামিট শনিবার জাবিতে ন্যাশনাল লিডারস সামিট শনিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: চাকরি জীবনে সাফল্য লাভ ও তরুণ লিডারশিপ গড়ে তোলার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে শুরু হচ্ছে ন্যাশনাল লিডারস সামিট-২০১৭।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ক্যারিয়ার ক্লাবের সভাপতি রাব্বি রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, ২৫ ফেব্রুয়ারি (শনিবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে শুরু হচ্ছে ন্যাশনাল লিডারস সামিট-২০১৭।

এ প্রোগ্রাম থেকে চাকরিজীবনে সাফল্য পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হবে।

এছাড়া পেশাগত বিভিন্ন ক্যারিয়ার সম্পর্কে সবার ভাবনা ও বাস্তবতা সম্পর্কে বিভিন্ন তথ্যাদি দেবেন খ্যাতনামা বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবীরা। যে সব তথ্য তরুণদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।

অনুষ্ঠানে ইউনিলিভার, রেকিট বেনকাইসার, ব্যাট, নেসলে, গ্রামীণফোন, প্রাণ-আরএফএল, ঢাকা টোব্যাকো; এনজিও অক্সফাম, সেভ দ্যা চিলড্রেন, অ্যাকশন এইড; ব্যাংকিং প্রতিষ্ঠান সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউসিবি ব্যাংক এবং সরকারি পর্যায় থেকে খাদ্য মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।