ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ইংরেজি পরীক্ষায় সিলেট বোর্ডে বহিষ্কার ৪, অনুপস্থিত ৬৯৯

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, এপ্রিল ৮, ২০১৭
ইংরেজি পরীক্ষায় সিলেট বোর্ডে বহিষ্কার ৪, অনুপস্থিত ৬৯৯

সিলেট: সিলেট বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আর পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৬৯৯ জন শিক্ষার্থী।

শনিবার (৮ এপ্রিল) মৌলভীবাজারের রাজনগর কলেজ, মাওলানা মোজাম্মেল আলী কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ ও সুনামগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে নকল করার দায়ে প্রতিটিতে একজন করে মোট চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

সিলেট শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মইনুল ইসলাম বাংলানিউজকে বলেন, সিলেট বোর্ডের ৭৭টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইংরেজি দ্বিতীয় পত্রে ৬০ হাজার ৪৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯ হাজার ৭৭৩ জন অংশ নেয়।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এনইউ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।