ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইইউবিএটি উপাচার্য অধ্যাপক আলিমুল্লাহর ইন্তেকাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, মে ১০, ২০১৭
আইইউবিএটি উপাচার্য অধ্যাপক আলিমুল্লাহর ইন্তেকাল

ঢাকা: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক ড. এম আলিমুল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১০ মে) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বাদ আসর উত্তরার ৬নং সেক্টরের কেন্দ্রীয় মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ মে) বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং বাদ আসর আইইউবিএটি ক্যাম্পাসে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

শিক্ষানুরাগী ড. আলিমুল্লাহ ১৯৪২ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লার চান্দিনার কৈলাইন গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একছেলে এবং নাতি-নাতনিসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আগামী ১৪ মে মরহুমের কুলখানি আইইউবিএটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বাদ আসর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মে ১০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।