ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

শিক্ষা

মাধ্যমিক বিদ্যালয়ে ‘পিবিএম’ জোরদারে কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, মে ২৩, ২০১৭
মাধ্যমিক বিদ্যালয়ে ‘পিবিএম’ জোরদারে কর্মশালা মাধ্যমিক বিদ্যালয়ে ‘পিবিএম’ কার্যক্রম জোরদারে কর্মশালা

কুড়িগ্রাম: কুড়িগ্রামে জেলার নয় উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ে ‘পিবিএম’ কার্যক্রম জোরদারে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম।

এ সময় আরও বক্তব্য রাখেন- জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ, শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মো. খলিলুর রহমান, গবেষণা কর্মকর্তা কামরুন নাহার, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইনচার্জ আফম রুহুল হক প্রমুখ।

কর্মশালায় জেলার নয়টি উপজেলার মাধ্যমিক শিক্ষা ও সহকারী শিক্ষা কর্মকর্তাসহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।