ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রমজানে নতুন শিডিউলে চলছে জবি

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, মে ২৯, ২০১৭
রমজানে নতুন শিডিউলে চলছে জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: রমজান উপলক্ষে নতুন শিডিউল অনুযায়ী ক্লাস-পরীক্ষা পরিচালনা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ।

সোমবার (২৯ মে) সকালে জবি রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, আগের নিয়ম অনুযায়ী সকাল ৮টার পরিবর্তে সকাল সাড়ে ৮টায় জবির দফতর ও ক্লাস পরীক্ষা শুরু হবে।

পাশাপাশি জবির সকল দফতর বিকেল সাড়ে ৩টার পরিবর্তে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম চলবে।

দুপুর ১টা ১৫মিনিটি থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

এদিকে রমজানে নতুন শিডিউলের ওপর ভিত্তি করে জবির সকল বাস বিকেল পৌঁনে ৪টার পরিবর্তে তিনটায় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।