ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি ভিসিকে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের আল্টিমেটাম

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, মে ২৯, ২০১৭
জাবি ভিসিকে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের আল্টিমেটাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চারদফা দাবিতে উপাচার্যকে আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ।

সোমবার (২৯ মে) দুপুরে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে এ আল্টিমেটাম দেওয়া হয়েছে বলে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন বাংলানিউজকে জানান।

তিনি বলেন, আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, আবাসিক হলগুলো খুলে দিয়ে শিক্ষার পরিবেশ সৃষ্টি, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও বিশ্ববিদ্যালয় প্রক্টরের নিষ্ক্রিয় ভূমিকা পালনের জবাবদিহিতা।

দাবিগুলো আগামী ৩ জুনের মধ্যে পূরণ না হলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন,  সিন্ডিকেট মিটিং করে এ বিষয়ে  সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মে ২৯, ২০১৭
জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।