ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবিতে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, জুন ১০, ২০১৭
হাবিপ্রবিতে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের কর্মশালা হাবিপ্রবিতে শিক্ষকদের কর্মশালা

দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘ডাটা ম্যানেজমেন্ট, সেলফ এসেসমেন্ট রিপোর্ট রাইটিং এবং পোস্ট সেলফ এসেসমেন্ট ইমপ্রুভমেন্ট প্ল্যান' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে শনিবার (১০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত হাবিপ্রবির ভিআইপি কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।

এছাড়া আইকিউএসি পরিচালক প্রফেসর মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঢাকা বিশ্বাবদ্যালয় মঞ্জুরি কমিশনের (কোয়ালিটি এসুরেন্স ইউনিট হেকেপ) প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে শিক্ষকদের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুন ১০, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ