ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

শিক্ষা

স্কুল পরিদর্শন ফি বেড়ে ৬ গুণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, জুন ২২, ২০১৭
স্কুল পরিদর্শন ফি বেড়ে ৬ গুণ

ঢাকা: উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (টিইও) এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের (এটিইও) স্কুল পরিদর্শন ফি বেড়েছে ছয় গুণ হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান বাংলানিউজকে বলেন, পরিদর্শন ফি বৃদ্ধির জন্য আমাদের প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মাসে ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে তিন হাজার টাকা হয়েছে।

ফি বৃদ্ধির জন্য দীর্ঘ দিন থেকে দাবি জানিয়ে আসছিলেন জানিয়ে সচিব বলেন, একজনের প্রতিমাসে ১০টি করে স্কুল পরিদর্শনের কথা রয়েছে। বাস্তবে অনেক বেশি পরিদর্শন করেন। ৫০০ টাকায় পরিদর্শন খরচ সম্ভব হয় না।

ফি বৃদ্ধির ফলে পরিদর্শকদের কর্মস্পৃহা বৃদ্ধি পাবে জানিয়ে তিনি বলেন, এতে স্কুলগুলোতেও শিক্ষার মান নিশ্চিত হবে।

একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা বাংলানিউজকে জানান, ২০১১ সাল পর্যন্ত ছিলো মাসে ২০০ টাকা। ২০১২ সালের অক্টোবরে তা ৫০০ টাকা করা হয়। একজন পরিদর্শকের পক্ষে প্রায় ২০টির মতো স্কুল পরিদর্শন করতে হয়, যা অনেক কষ্টদায়ক।

ফি বৃদ্ধির ফলে কর্মকর্তাদের মাধ্যমে পরিদর্শনে জবাবদিহিতা নিশ্চিত হবে বলে জানান প্রাথমিক শিক্ষাসচিব আসিফ-উজ-জামান।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।