ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

শিক্ষা

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদে ভারপ্রাপ্ত ডিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, জুলাই ২, ২০১৭
ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদে ভারপ্রাপ্ত ডিন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ভারপ্রাপ্ত
ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া।

রোববার (০২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ গত ৩০ জুন থেকে অবসরগ্রহণ প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ায় ঢাবি আদেশ, ১৯৭৩’র অন্তর্ভুক্ত প্রথম সংবিধির ১৭ (২) ধারা অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই নিয়োগ দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২ জুলাই থেকে অনধিক ৯০ দিন অথবা পরবর্তী নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জুলাই ০২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।