ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
জাবিতে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার।

বিশ্ববিদ্যালয়টির সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমির হোসেন উপ-উপাচার্য এবং আইন অনুষদের ডিন অধ্যাপক শেখ মো. মনজুরুল হক কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।
 
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তাদের নিয়োগ দেন বলে রোববার (৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আলাদা আদেশে জানানো হয়েছে।


 
আদেশে বলা হয়, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলেও রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মনে করলে এর আগেই এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন।
 
তারা বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর প্রদত্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও অন্য সুবিধা পাবেন।
অধ্যাপক ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বে আছেন।
 
আর বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম অনুযায়ী উপ-উপাচার্যের দু’টি পদ থাকলেও কেবল দায়িত্বে আছেন অধ্যাপক মো. আবুল হোসেন। নতুন নিয়োগের ফলে আরও একজন উপ-উপাচার্য পেলো বিশ্ববিদ্যালয়।

কোষাধ্যক্ষের দায়িত্বে থাকা অধ্যাপক আবুল খায়েরের মেয়াদ শেষ হয়েছে গত ১৯ জুন। অধ্যাপক মনজুরুল হক আবুল খায়েরের স্থলাভিষিক্ত হলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ