সাত কেন্দ্র থেকে ২৫৯জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪৬ জন পেয়েছে জিপিএ-পাঁচ।
সবচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় কাতারের রাজধানী দোহায় অবস্থিত বাংলাদেশ মাশহুর-উল-হক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে। প্রতিষ্ঠানটি থেকে মোট ৭৩ জন পরীক্ষার্থী এইচএসসিতে অংশ নেয়। পাসের হার ৯৩.১৫ শতাংশ। জিপিএ-পাঁচ পেয়েছে ১৪ জন।
সবচেয়ে কম অর্থাৎ, ৫ জন পরীক্ষার্থী অংশ নেয় বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ থেকে। এরমধ্যে একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
বিদেশের সাত কেন্দ্রে অংশ নেয় মোট ২৫টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এসআই/এএ