ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডে এইচএসসিতে বাড়ছে পাসের হার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
বরিশাল বোর্ডে এইচএসসিতে বাড়ছে পাসের হার

বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে প্রতি বছর ধীরে ধীরে বাড়ছে পাসের হার। ২০১৫ সালে পাসের হার ছিলো ৭০.০৬ শতাংশ, ২০১৬ সালে বেড়ে দাঁড়ায় ৭০.১৩ শতাংশে। আর ২০১৭ সালে দাঁড়িয়েছে ৭০ দশমিক ২৮ শতাংশে।

পাশাপাশি গত বছরের তুলনায় বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা।
২০১৬ সালে জিপিএ-৫ পেয়েছিলো ৭৮৭ জন, আর ২০১৭ সালে তা দাঁড়িয়েছে ৮১৫ জনে।

তবে ২০১৪ সালে এর সংখা ছিলো ১ হাজার ৩১৯ জন।

এ বছরে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৫৭৯ জন, মানবিক বিভাগে ১২৪ জন ও বাণিজ্য বিভাগে পেয়েছে ১১২জন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ